সমুদ্রকেন্দ্রিক ছবি বা সিনেমাতে জলদস্যুদের দেখা যায়। ঐসব সিনেমাতে,আমরা দেখতে পায়, তাদের এক চোখে কালো কাপড় বা পট্টি বাঁধা।কিন্তু কখনো কি প্রশ্ন জাগে না, কেন এই পট্টি বেঁধে রেখেছে। এমন না যে তাদের এক চোখে দেখতে পায় না বা চোখে কোনো আঘাত পেয়েছে,তবুও কেন এই পট্টি???
চোখ হল ভিজ্যুয়াল সিস্টেমের অঙ্গ,যা মস্তিষ্কে দৃষ্টিগত স্নায়বিক সংকেত প্রেরণ করে। রড ও কোন নামক সেল দিয়ে চোখ আলো অনুভব করে।রড বিভিন্ন বর্ণ চিনতে ও উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্যে করে।
রড সেলে, রডসপিন নামে একটা রাসায়নিক পদার্থ থাকে,যা ফোটন শোষণ করে,তীব্র আলোতে আমাদের দেখতে সাহায্য করে। যার কারণে হঠাৎ করেই আলো থেকে অন্ধকারে প্রবেশ করলে, চোখে আবছা দেখি।কারণ তারারন্দ্র প্রসারিত থাকে এবং তীব্র আলোতে রডসপিন কার্যকর হলেও, অন্ধকারে রডসপিন নামক পদার্থ, একটু দেরিতে কাজ করে,যার ফলে প্রতিবিম্ব তৈরীতে একটু সময় নেয়।
আবার,অন্ধকার ঘরে অনেকক্ষণ থাকলে চোখের তারারন্দ্র সংকুচিত হয়,তখনই হঠাৎ করে আলোতে প্রবেশ করলে তারারন্দ্র প্রসারিত হয়।হঠাৎ করেই প্রসারন হয় বলে, প্রতিবিম্ব গঠনে সময় নেয় অর্থাৎ ডার্ক অ্যাডাপ্টিং (পারিপার্শ্বিক অবস্হার সাথে মানিয়ে নিতে চোখের যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়।অধিক আলোত উজ্জ্বল কোনো জায়গা থেকে গভীর অন্ধকারে প্রবেশ করলে চোখের অ্যাডাপ্ট করতে মোটামুটি ২৫ মিনিট মতো সময় নেয়।)কাজ করে।যার দরুন আমরা সব আবছা আবছা দেখতে পাই।
সমুদ্রে জাহাজের উপরে পর্যাপ্ত আলো থাকলেও,ডেকের ভিতরে একদমই ঘুটঘুটে অন্ধকার।জলদস্যুদের মাসের পর মাস, সমুদ্রে থাকতে হয়।তাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে সাথে নিরাপত্তার কথাও ভাবতে হয়।তাদের জাহাজের উপর এবং ডেকের ভিতর উভয়েই থাকতে হয়। শত্রুদল আলো অন্ধকারের সেই সুযোগই নেয়।তারা ডেকের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে জলদস্যুদের আক্রমণ করে,তারা(জলদস্যুরা) প্রস্ততি নেয়ার আগেই আহত হয়।আলো থেকে অন্ধকারে আসলে যেহেতু চোখে স্পষ্ট দেখতে অনেকটা সময়ের প্রয়োজন হয়,তাই তারা এই সময়ের অভাবে আহত হয়।সে সব কিছু মাথায় রেখে তারা নিজেদের সাথে সাথে নিজের চোখকেও প্রস্তুত রাখে।অর্থাৎ এক চোখে পট্টি দিয়ে রাখে।
যাতে করে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারে। দুই চোখে স্পষ্ট দেখা সত্ত্বেও এক চোখকে পট্টি পরিয়ে রাখে,যাতে দুই চোখি আলো- অন্ধকারে, মানিয়ে নিতে পারে।এবং তারা যখন জাহাজের উপর থেকে শত্রু মোকাবিলায়,ডেকের মধ্যে যায়,তারা কাপড়ে মোড়ানো চোখ খুলে অন্য চোখে পট্টি পড়ে নে।যাতে অন্ধকারে অবস্ত চোখ অন্ধকারে স্পষ্ট দেখে,তারা সহজেই তাদের শত্রু মোকাবিলা করতে পারে । আবার আলোতে আসলে তার বিপরীত কাজ করে,এভাবে দুই চোখে স্পষ্ট দেখা সত্ত্বেও এক চোখে পট্টি পরে,আলো অন্ধকারে চোখকে প্রস্তুত করে,এবং নিরাপত্তা নিশ্চিত করে।
Reference:
লেখকঃ ইসরাত সুলতানা
পদারথবিজ্ঞান বিভাগ,
সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ।
Responses