“আলেফ”
মুল রচনাঃপাওলো কোয়েলহো
অনুবাদঃপ্রিন্স আশরাফ
মুল্যঃ১৭০/- টাকা
ধরনঃভ্রমন,আধ্যাত্মবাদ ও প্রেম
রেটিংঃ৯/১০
এই বন্ধের দিনে লেখক পাওলো কোয়েলহো এর সাথে যদি রাশিয়া ভ্রমন এ বের হতে চান..তবে এই বইটি আপনার জন্য।
লেখক যেখানে নিজের আধ্যাত্মিকতা কে ফিরে পেতে পুণরায় যাত্রা শুরু করেন রাশিয়ার এক মাথা থেকে আরেক মাথায়। এই যাত্রায় লেখক আবিষ্কার করবেন তার পুনর্জন্মের ইতিহাস। ইসলাম,সনাতন ও খ্রিষ্ট ধর্মের মিশেলে বেরিয়ে আসবে রহস্যের মায়াজালে বাঁধা পুরনো অতীত।চলতি পথেই দেখা মিলবে আপনার সাথে ‘হিলাল’ নামের ভায়োলিনবাদক তরুণীর।যার বয়স মাত্র পঁচিশ হলেও তার ভায়োলিন এর ঝংকারে আপনিও বুঁদ হবেন।মজার কথা হচ্ছে, হিলাল ৫০০ বছর পুর্বেও এই পৃথিবীতে বাস করতেন। আর লেখকের সাথে দেখা হওয়ার পর লেখক ও হিলালের সাথে ফিরে যাবেন ৫০০ বছরের পুরনো পৃথিবীতে। যেখানে মিশনারীদের কালো ছায়ার হাত থেকে বাঁচাতে হবে কালো জাদুবিদ্যা’র ছোবলে পড়া কিশোরীদের।পাওলো কি পারবেন বাঁচাতে তাদের? কে সেই কিশোরী? আর কেনই বা পাওলো কে তার আধ্যাত্মবাদের খোঁজে নামতে হলো পুরনো দুনিয়ায়?
জানতে হলে বেরিয়ে পড়ুন লেখকের সাথে রাশিয়া ভ্রমনে। যেখানে শ্যামন তার বাদ্যের তালে আপনাকে নিয়ে যাবে মৃতদের দুনিয়ায়,বৈকাল হ্রদে ডুব দিয়ে আপনার মিলবে অকৃত্রিম আনন্দ।
তবে লেখকের সাথে আমি একমত হতে পারিনি সুরা বাকারা এর ২৮ ও ১৫৪ তম আয়াতের ব্যাখায়। যেগুলো দিয়ে লেখক তার পুনর্জন্মের মতবাদের দৃঢতা বাড়িয়েছেন।তবে বেদ আর বাইবেলের জন দ্য ব্যাপ্টিস্ট এর আলোচনাগুলো ছিল এককথায় দুর্দান্ত। আমার এই লেখার সাথে আমি বাংলা,ইংরেজী দুটোর পিডিএফ জুড়ে দিয়েছি, তো পাঠকমহল দেরি কেন? আশা করি “ট্রান্স সাইবেরিয়ান রেলপথ” এ লেখক পাওলো কোয়েলহো এর সাথে আপনার এই যাত্রা খুলে দেবে আপনার আধ্যাত্মিকতার জগত।
শেষ করবো বইটি থেকে আমার প্রিয় উক্তি দিয়ে,”যারা ঈশ্বর কে জানে তারা তাঁর বর্ণনা দিতে জানে না,আর যারা ঈশ্বরের বর্ণনা দিতে জানে তারা ঈশ্বরকে জানে না”।
ইংরেজী পিডিএফ লিংকঃ
https://drive.google.com/file/d/1h3irX7fs4Rj-GtbqH9y71-EEgvM-LJWc/view?usp=drivesdk
বাংলা পিডিএফ লিংকঃ
https://banglapdf-books.blogspot.com/2019/12/alef-bangla-pdf.html?m=1
লেখকঃ আবরার বিন রফিক
ভূগোল ও পরিবেশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Responses